নতুন ফেসবুক ক্যাপশন | বাংলা ক্যাপশন ফেসবুকের ছবির জন্য | উক্তি ক্যাপশন বাংলা
আজকের এই ফেসবুক ক্যাপশন বাংলা পোস্টে, আপনারা নতুন বাংলা ক্যাপশন, বাংলা উক্তি, ফেসবুক স্ট্যাটাস, উক্তি ক্যাপশন বাংলা, বাংলা শর্ট ক্যাপশন, বাংলা ক্যাপশন attitude, ফেসবুক ক্যাপশন ইমোশনাল, আপডেট ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন, স্টাইলিশ বাংলা ক্যাপশন, ছেলেদের কষ্টের ক্যাপশন, ভালোবাসার ক্যাপশন সহ অনেক ক্যাপশন পাবেন। এই ক্যাপশন গুলো আপনার ফেসবুক পোস্টকে আকর্ষণীয় করে তুলবে। আমার ক্যাপশন ডটকম এর সাথেই থাকুন।
বাংলা ক্যাপশন:
1. পুরুষ বাঁচেই পরের তরে,
নিজের তরে বলতে গেলে থাকে শুধু শরীর নামক খোলস।
2. চারিত্রিক সার্টিফিকেটে আমাকে
"সস্তা” লিখে সাইন করেছিলো ঈশ্বর।
3. আমারে ভালোবাসতে চাও_
দুঃখ সইতে পারো?
উপোস করতে পারো?
সহ্য করতে পারো?
অপেক্ষা করতে পারো?
যদি পারো তবেই ভালোবাসতে এসো।
4. তোমারেই ভালোবেসে বলিব আমি আমার সকল দুঃখের কথা,
শুনিবে কি হে প্রিয়জন হৃদয় নিংড়ানো প্রেমে যথাতথা?
5. না পাওয়া ভালোবাসার বেদনা আঁকড়ে রেখে আমরা
'না পাওয়া ভালোবাসা সুন্দর' বলে চালিয়ে দেই।
বেস্ট ক্যাপশন বাংলা:
6. রাগ অভিমান শেষে দু'জন
দু'জনকে জড়িয়ে ধরলে শরীর শীতল হয়ে যায়।
7. মিথ্যে শহরে আমিও মিথ্যে মানুষ ক'টা সত্য বলি আর?
এ চোখে রহস্য লুকিয়ে থাকে
সবই যেন অভিনয় ভালো থাকার।
8. মানুষ কতকিছু পোষে
এইযে কেউ বিড়াল পোষে
কেউ কুকুর পোষে
কেউ কবুতর পোষে
তাদের খুব যত্নে রাখে।
আর
আমি কেবলই বুকের ভিতর দুঃখ পুষি।
9. কি দারুণ মোহ্!
খামচি মেরে দাগান্বিত মোহড়া,
রেখে গেলে যেন
কলঙ্কিত ঘা এর বিকৃত রসনা।
বাংলা ক্যাপশন স্টাইলিশ:
10. সঙ্গম মস্তিষ্কে তোমাকে চাই চিঠির জরুরি আহবান।
11. আমি লুকোচুরি করি আমার নিজের কাছেই
শত দর্পনে আঠা লাগিয়ে দেখি নিজেরে,
এক আমি অন্য বিভাজন
নিজেরে সাজাহ যেন বহুরূপীতে।
12. এই যে জীবনে এত এত ভেঙ্গে পড়া
এত এত হতাশার ছাপ তবুও কি জীবন থেমে আছে?
একবার বাঁচতে শিখে গেলে
জীবন অনেককিছুই উপহার দিবে।
13. কপাল ছুঁয়ে চুমু দেবার আগে মনকে ছুঁতে হয়,
তবেই মায়া হয়ে ভালোবাসা থেকে যায়।
14. যত্নের মায়ায় আটকে থাকা ভালোবাসা চিরদিন থেকে যায়।
ফেসবুক ক্যাপশন বাংলা:
15. পুরুষের ক্লান্ত শরীরেরও এক টুকরো সুখ,
তার শখের নারীর ঐ মুখ।
16. গোটা একটা জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমরা মানুষেরা মানুষ চিনতে পারি না।
অথচ মানুষ সৃষ্টির সেরা জীব এবং বুদ্ধিমান।
17. আমি গাঙ-এ ভাসা মানুষ
মিথ্যাচার আর কি শিখাইবা আমারে?
এ জনমের ভেলার বুকে সত্য মেখে করেছি জমাট
মিথ্যের নাম শুনলে আমার এখন
বুকে ফেটে রক্তের বন্যা আসে।
18. তোমার চোখের চঞ্চলতার প্রেমে বুদ হয়ে আমি নিজের ধ্বংস পেয়েছি।
19. মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে কখনো আপন করে নেয় না। শুধু মায়ায় বান্ধে।
বাংলা ক্যাপশন ফেসবুকের ছবির:
20. যদি কারও অনুভবে আপনি থেকে যান তাহলে তার মারাত্মক অসুখের সুখও আপনি ।
21. তোমারে পাওনের লাইগা কতবার অসহযোগ আন্দোলনের ডাক দিলাম তবুও তোমারে পাইলাম না।
অথচ দ্যাশের মানুষ একবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েই স্বৈরাচারের পতন ঘটালো।
তবে কি তুমি স্বৈরাচারের থেকেও বড় স্বৈরাচার?
22. হিয়ার মাঝে লুকিয়ে রাখি কেউ না যেন জানতে পারে,
তুই কি আমার ক্ষুধা হবি আমার চক্ষুর নিবেদনে।
23. তোমার আমার হাতের আঙ্গুলে আঙ্গুল রেখে জড়ানো!
এটা আমার আজন্ম পাপ ছিলো প্রিয়।
24. 'ভালোবাসালে কষ্ট পেতে হয়'
তুমি চলে যাবার পর এই কুসংস্কারে আমার বিশ্বাস স্থাপন হয়েছে।
ফেসবুক প্রোফাইল ক্যাপশন:
25. তোমার নামের এক ধরণী আমার বক্ষে,
ঝড় হয় তুফান হয় সুনামি হয়
তবুও রোদের আদলে জোৎস্না মাখে
ঘুরে ফিরে নিবেদিত হই তোমারই কক্ষে।
26. দু'একটা চুম্বনের কথা তুমি লুকিয়ে রেখো গোপনে হৃদপিণ্ডে!
কে না রাখে এমন?
27. আমি ফুল ভালোবাসতে গিয়ে ভুল করে তোকেই ভালোবেসেছি।
তুই হবি আমার ফুল?
28. আমি দুঃখ ভাড়া করি
ভালোবাসার বিনিময়ে।
29. ব্যস্ততার অজুহাত দেখিয়ে ছেড়ে গিয়ে
যারা হাস্যব্যঞ্জনায় থাকে মত্ত,
তারা কি জানে! তাদের জন্যেও কেউ
অপেক্ষা করে থাকে বুকে নিয়ে সত্য।
Caption for profile picture:
30. এই অবহেলারও একদিন অবসান হবে।
সহ্য শক্তি এমন হবে যে,
পৃথিবীর কোনো অবহেলাই আমাকে
আর কখনোই অবহেলিত করতে পারবে না।
31. স্রষ্টার কাছে আমি স্বর্গ দেখতে চেয়েছিলাম,
স্রষ্টা আমারে দেখিয়ে দিলো মায়ের মুখ।
32. তোমার স্মৃতি বয়ে বেড়াই রোজ
আমি শ্রমিক!
মূল্য হিসেবে তোমারে তো দিতে পারো
তা না করে তুমি দাও শোক।
33. আমার একটাই আপসোস!
সবকিছুর জন্য এখনো আলহামদুলিল্লাহ বলতে পারিনি।
34. গত হয়েছে সে দিনগুলি যখন গুরুজনেরা মাথায় হাত বুলিয়ে বলেছিলো,
“বড় হয়ে মানুষের মতো মানুষ হও দোয়া করি"
এখন গুরুজনেরা বলে,
"বড় হয়ে ভালো কিছু করো দোয়া করি"।
অথচ মানুষ হতে বলে না আর।
বাংলা ক্যাপশন ফেসবুক:
35. এই শহরে সবই পাওয়া যায় শুধু পাওয়া যায় না
ভালোবাসার একজন মানুষ 'মা' ছাড়া।
36. আমি একমাত্র গরিব ও কাঙাল
শুধু তোমার ভালোবাসার কাছে।
37. তুমিও তো পারতে থেকে যেতে যেমন করে মা বাবার সাথে হাজারবার রাগ করে,
অভিমান করেও গোছায় রাখে সংসার।
38. ডাইরির পাতায় যে লেখাগুলো লিপিবদ্ধ করে,
মানুষ সে সময়টাকে আগামীতে চোখে প্রদর্শিত করবে বলেই লিখে রাখে।
39. তোমাকে ভালোবাসার অপরাধে
যাবজ্জীবন কারাদণ্ড হয়ে পড়ে আছি তোমার মায়ায়।
ফেসবুক স্টাইলিশ ক্যাপশন:
40. এ জীবন বেঁধে দিতে পারলো না
তোমার আমার মিলন,
হয়তো জন্মই সৃষ্টির লক্ষ্যে
পাপিষ্ঠঘরে লিখিত দুঃখের ক্রন্দন।
41. কিসব ঝুট-ঝামেলা
হচ্ছেই হর-হামেশা
টের কি পাও যথাঃ-তথা!
মরছে মানুষ মানুষের অভাবে
ধন থেকেও ভালোবাসা ছাড়া!
42. একটা জীবন্ত লাশকে তুমি কবরে রেখে দেওয়ার পর ভালোবাসা দিয়ে আবার তাকে তুলতে ধরে কবর দেও।
এটা করো না কবর খুঁড়তে ভীষণ কষ্ট হয় প্রিয়।
হয় বুকে নিয়ে আগলে রাখো নয়তো কবর একেবারেই দেও।
43. এক ছাতার নিচে মুখ ঘুরিয়ে এপাশ ওপাশ হয়ে থাকি অথচ আমাদের কখনোই দেখা হয় না।
44. আমি অক্সিজেন ভেবে আপনাকে পাওয়ার জন্য কতই না ছটফট করি,
অথচ আপনি কার্বনডাই-অক্সাইড আমারে দেন।
উক্তি ক্যাপশন:
45. তোমাকে সব বলেছি,
কিন্তু তারপরেও আর বলা হয়নি
বুকের ভেতর জমে থাকা হাহাকার।
তুমি কষ্ট পাবে বলে।
46. আমি অভিশাপ দিলাম তোমায় 'ভালো থেকো'
কিন্তু আমার চোখের জল তোমায় নিয়ে প্রার্থনা করলো 'ঈশ্বর দেখো'।
47. আমি অভিশাপ হয়ে জন্মেছি,
অভিশপ্তের সীল আমার কপালেই দেয়া আছে।
আমাকে আর অভিশাপ দেবার কিচ্ছু নেই।
48. একটা ক্যালেন্ডারের মাসের শেষে পৃষ্ঠা উল্টাই
বছর শেষে ফেলে রাখি পুরো ক্যালেন্ডার,
এমন করে উল্টাই রেখে যদি
ফেলে রাখতে পারতাম আমার দুঃখের ভান্ডার।
49. ফুল হয়ে ফুটে ভুল হয়ে রয়ে গেছি জীবনে।
50. আমি তার হৃদয় ছুঁয়েছিলাম
অন্য কেউ ছুঁইলো তার শরীর,
আমি তাকে ভালোবেসেছিলাম
অন্য কেউ ঘ্রাণ নিলো তার নাভীর।
51. যেমন করে ক্যান্সারের রোগীর ধীরে ধীরে কমে যায় আয়ু,
তেমনি করে আমার প্রতি তোমার অনুভূতি কমে গিয়ে শূন্য হবে স্নায়ু।
52. সিংহের মতো গর্জন করা পুরুষও অসহায়
শুধুমাত্র একজন নারীর কাছেই, যাকে সে ভালোবাসে।
53. কথা বলার এক তীব্র নেশায় মানুষ পাগল হয়ে
শেষ অবধি একা নিজের সাথেই কথা বলে রাস্তায়।
লেখা: জয়দ্রথ সিং জয়
আরো পড়ুন-
স্টাইলিশ ফেসবুক ক্যাপশন
বাংলা ছোট ক্যাপশন 2025
সুন্দর মেয়েদের পিক
ছেলের কষ্টের ক্যাপশন
আশাকরি,আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। এই পোস্টে- বাংলা ক্যাপশন রোমান্টিক, বাংলা ক্যাপশন কবিতা, ফেসবুক ক্যাপশন বাংলা, বাংলা ক্যাপশন শাড়ি নিয়ে, বাংলা ক্যাপশন attitude, বাংলা ক্যাপশন 2025, ফেসবুক ক্যাপশন ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন bio, বাংলা ক্যাপশন সেরাটা, বাংলা ক্যাপশন ফেসবুকের ছবির, ফেসবুক স্ট্যাটাস ছবি ক্যাপশন, amarcaption, ফেসবুক হাসির ক্যাপশন, ফেসবুক ফানি ক্যাপশন, amarcaption.com, ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন attitude, আমারক্যাপশন, ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন 2025, ফেসবুক ক্যাপশন বাংলা মনোভাব, ফেসবুক স্টোরি ক্যাপশন, উক্তি, উক্তি জীবন নিয়ে, উক্তি জীবন নিয়ে পিকচার, উক্তি কথা, উক্তি ইসলামিক, উক্তি ভালোবাসার, উক্তি পরিবর্তন নিয়ে, উক্তি প্রেমের, উক্তি রাগ নিয়ে।
nice post
nice caption
Good
দারুণ পোস্ট
অনেক সুন্দর কথাগুলো।
It's really amazing article
পোষ্টের কথাগুলো অসম্ভব সুন্দর
অসম্ভব সুন্দর পোস্ট,,
Sundhor post
Wow